ঢাকা-টরন্টো ফ্লাইট কতদিন চালু রাখতে পারবে বিমান
শুরু হচ্ছে ঢাকা-টরন্টো রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। বিরতিহীন ১৬-১৭ ঘণ্টার এই ফ্লাইটে যাওয়া আসার খরচ পড়বে প্রায় ১ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৬৮ হাজার টাকা। যা অন্যান্য এয়ারলাইন্সের চেয়ে বেশি।
তাহলে কেন যাত্রীরা বাংলাদেশ বিমানের টিকেট কিনবেন? কেন এই রুটে বিমানের ভাড়া এতো বেশি? এই ব্যবসায়িক নীতি নিয়ে কী বিমান এই রুটে বেশিদিন ফ্লাইট পরিচালনা করতে পারবে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরেন্টো ফ্লাইট নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশিদুল হাসান।
Comments