‘আমার জীবন কেডা ফিরাইয়া দেবে?’
পেয়ারা আক্তারকে যখন হত্যা মামলায় কারাগারে পাঠানো হয় তখন সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘ ২৪ বছর তিনি কাটিয়েছেন বরিশাল জেলা কারাগারে। গত ১০ জুন যখন তিনি মুক্তি পান ততদিনে শৈশব, কৈশোর পেরিয়ে তার বয়স ৩৬ বছর।
১২ বছরের শিশু হয়েও যার বিচার হয়েছে বড়দের আদালতে—মুক্তির পর তিনি প্রশ্ন তুলেছেন, ‘আমার জীবন কেডা ফিরাইয়া দেবে?’
কে দেবে তার এই প্রশ্নের উত্তর?
পেয়ারা আক্তারের জীবনের গল্প নিয়ে গত ১ জুলাই দ্য ডেইলি স্টারে ছাপা হয় একটি প্রতিবেদন। স্টার নিউজ প্লাসে পেয়ারা আক্তার জানিয়েছেন তার জীবনের নির্মম সেই অধ্যায়ের কথা।
Comments