আনফিট, অনিবন্ধিত যানবাহনের পাশাপাশি বেড়ে চলেছে সড়কে মৃত্যু!
ফিটনেস ক্লিয়ারেন্স নেই ৫ লাখের বেশি নিবন্ধিত যানবাহনের। পাশাপাশি দেশের সড়ক-মহাসড়কে চলছে আরও অসংখ্য আনফিট অনিবন্ধিত যানবাহন। এছাড়া, দেশের ৪৭ লাখ নিবন্ধিত যানবাহনের বিপরীতে ড্রাইভিং লাইসেন্সের নিবন্ধন ৩৭ লাখ। অর্থাৎ বাংলাদেশের এবড়োথেবড়ো রাস্তাগুলোতে ভাঙাচোরা গাড়ি চলছে লাইসেন্সবিহীন-অযোগ্য চালক দিয়ে। ফলে, সড়কে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
সড়ক নিরাপত্তার বিষয়টি বারবার আলোচনায় এলেও, গাড়ির ফিটনেস কেন নিশ্চিত করা যাচ্ছে না? এতটা অনিয়ম-অবহেলা চলতে থাকলে সড়কের মৃত্যুকে কী আর দুর্ঘটনা বলা যায়?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে সড়কে অনিরাপদ গাড়ি চলাচল নিয়ে আহসান হাবীবের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার তুহিন শুভ্র অধিকারী।
Comments