মাত্রাতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া
বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিক নিরাময়ের ওষুধ, ফার্মাকোলজিতে যার নাম প্রোটন পাম্প ইনহিবিটরস। বুকের জ্বালাপোড়া, গ্যাস্ট্রিক আলসার জাতীয় রোগে এ ধরনের ওষুধ খেতে হয়। তবে এর যথেচ্ছ ব্যবহারে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে চিকিৎসকরা বলেন, দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ সেবনে হতে পারে ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া।
গ্যাস্ট্রিকের ওষুধ সেবনে কী ধরণের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়? কখন গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করা উচিত এবং কখন উচিত নয়?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে গ্যাস্ট্রিকের ওষুধের যথেচ্ছ ব্যবহারের ক্ষতি এবং এ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আহসান হাবীবের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার মওদুদ আহমেদ সুজন।
Comments