স্টাইলিশ নির্মাণের সিনেমা ‘লুপ লাপেটা’
হিন্দি কমেডি থ্রিলার 'লুপ লাপেটা'। সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। আকাশ ভাটিয়া পরিচালিত সিনেমাটি জার্মান চলচ্চিত্র 'রান লোলা রান'-এর অফিসিয়াল রিমেক। সত্য এবং সাভি- এই দুটি মূল চরিত্রে অভিনয় করেছেন তাহির রাজ ভাসিন ও তাপসী পান্নু।
সিনেমাটির নির্মাণশৈলী চমৎকার। তবে, মূল গল্পকে ঠিক রেখে নতুন কী কী উপাদান যোগ করা হলো, আর শেষ পর্যন্ত তা দর্শককে কতটুকু বিনোদন দিতে পেরেছে - এসব নিয়ে স্টার মুভি রিভিউয়ে দেখুন সৈয়দ নাজমুস সাকিবের বিশ্লেষণ।
Comments