প্রজেক্ট অমি, ২০৫০ সালের বিধ্বস্ত ঢাকার গল্প

'প্রজেক্ট অমি' ২০৫০ সালে জাহাজের ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঢাকা শহরের গল্পের ওপর নির্মাণ হতে যাওয়া সায়েন্স ফিকশন। সিনেমাটির গল্পটা এগিয়ে যায় ২টি প্রধান চরিত্র রাভি ও স্যমিকে নিয়ে। রাভি ও স্যমি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করার চেষ্টা করে, যার নাম অমি। অমিকে বানানোর প্রধান উদ্দেশ্য অনলাইনে গড়ে ওঠা অপরাধী চক্রকে খুঁজে বের করা, যারা শিশু নিরাপত্তার জন্য হুমকি।

কিন্তু এক পর্যায়ে ফ্যামিলি বন্ডিংয়ের জন্য অমিকে মিশনে পাঠানো নিয়ে শঙ্কা তৈরি হয় তাদের। এভাবেই এগিয়ে যায় প্রজেক্ট অমির গল্প।

Comments