জার্মান শিল্পীর তুলিতে রঙিন চবির শাটল ট্রেন

গান, আড্ডায় মুখরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন পেয়েছে নতুন রূপ। জার্মান শিল্পী লুকাস জিলিঞ্জারের স্প্রে পেইন্টিংয়ে ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহরে চলাচলকারী এই রেলগাড়ি হয়ে ওঠেছে এক চলন্ত চিত্রকর্ম।

Comments