প্রখ্যাত সাংবাদিক কাঙাল হরিনাথের ১২৫তম মৃত্যুবার্ষিকী
প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, বাউল গানের রচয়িতা কাঙাল হরিনাথ তথা হরিনাথ মজুমদারের ১২৫তম মৃত্যুবার্ষিকী আজ। নবজাগরণ ও সাংবাদিকতার এই পথিকৃৎ ১৮৯৬ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন।
১৮৩৩ সালের ২২ জুলাই কুষ্টিয়া জেলার কুমারখালি গ্রামে জন্মগ্রহণ করেন কাঙাল হরিনাথ। ফকির চাঁদ বাউল নামে পরিচিত কাঙাল হরিনাথ গ্রামের সাধারণ মানুষের উন্নতির জন্য এবং তাদের শোষণ-পীড়নের বিরুদ্ধে সারাজীবন আন্দোলন করেছেন।
তিনি প্রথমে সংবাদ প্রভাকর পত্রিকায় লিখতেন। পরে ১৮৬৩ সালে গ্রামবার্তা প্রকাশিকা নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। মাসিক এ পত্রিকাটি কালক্রমে প্রথমে পাক্ষিক ও এক পয়সা মূল্যমানের সাপ্তাহিকী পত্রিকায় রূপান্তরিত হয়। এতে সাহিত্য, দর্শন, বিজ্ঞান ইত্যাদি বিষয়ক প্রবন্ধ নিয়মিত ছাপা হতো।
এইছাড়া `গ্রামবার্তা প্রকাশিকা`য় সমাজের স্বার্থ সংরক্ষণে অল্পদিনেই অধিকারবঞ্চিত মানুষের হাতিয়ার হয়ে উঠেছিল। প্রজা ও শ্রমজীবী মানুষের কল্যাণকর পত্রিকার ভূমিকা বাংলায় আজো দৃষ্টান্ত হয়ে আছে। পত্রিকাটি সে সময় বিশেষ খ্যাতি অর্জন করে। তবে সেই সময়ে ব্রিটিশ সরকার ও স্থানীয় জমিদারদের পক্ষ থেকে তাকে ভীতি প্রদর্শন করা হয়। তবু থেমে থাকেননি, চালিয়ে গেছেন সাধনা।
সমাজ-সচেতনতাও ছিলো অসামান্য। নিজ গ্রামে বন্ধুবান্ধবের সহায়তায় একটি ভার্নাকুলার স্কুল খুলেছিলেন ১৮৫৫ সালে। সেখানেই অবৈতনিক শিক্ষকতা শুরু করেছিলেন। পরের বছর কুষ্টিয়ার কুমারখালিতে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন।
অন্যদিকে ফকির লালন শাহর শিষ্য ছিলেন হরিনাথ। আধ্যাত্মবাদ প্রচারের জন্য ১৮৮০ সালে 'কাঙাল ফকির চাঁদের দল' নামে একটি বাউল দল গঠন করেন তিনি। গানে 'কাঙাল' নামে ভণিতা করতেন বলে এক সময় কাঙাল শব্দটি তার নামের সঙ্গে যুক্ত হয়ে যায়।
২০১৭ সালে কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয় জাদুঘর তার স্মরণে "কাঙাল হরিনাথ জাদুঘর" প্রতিষ্ঠা করে।
Comments