‘গল্প, গানে রং তুলিতে আমাদের দেশ, আমার নগর’

ছবি: সংগৃহীত

ঢাকায় শিশুদের মেধাবিকাশের লক্ষ্যে শিশুমেলার আয়োজন করেছে ভূমিজ।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হয়েছে 'গল্প, গানে রং তুলিতে আমাদের দেশ, আমার নগর' শীর্ষক এই শিশু মেলা।

সংবাদ বিজ্ঞপ্তিতে ভূমিজ জানায়, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে স্বাধীনতার মাসে জাতীয় শিশু দিবস উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে।

মহাখালীর রাওয়া ক্লাব মোড়ে ভূমিজ এর পাবলিক টয়লেট ফ্যাসিলিটির সামনে অবস্থিত ভূমিজ চত্বরে শিশুমেলাটির আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন ভূমিজ এর প্রতিষ্ঠাতা ফারহানা রশীদ। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

আয়োজকরা জানান, ঢাকায় শিশুদের খেলাধুলা ও মানসিক বিকাশের জায়গা কম। আর তাই শহরের আনাচে কানাচে ছোট ছোট অব্যবহৃত জায়গাগুলোকে শিশুদের মেধাবিকাশ ও শিল্প-সংস্কৃতি চর্চার জায়গা হিসেবে ব্যবহারের মাধ্যমে সহজেই শিশুদের জন্য বিনোদন ও মানসিক বিকাশের ব্যবস্থা করা যেতে পারে।

আজ শিশুমেলায় অল্প কিছু সময়ের জন্য হলেও এখানে শিশুরা গল্প,গান,ছবি আঁকা, অরিগ্যামি, কাদামাটির খেলা, ছবি আঁকার মাধ্যমে আনন্দে মেতে ছিল।

মেলায় শিশুদের এঁকে পাঠানো ছবির প্রদর্শনীও করা হয়। এর পাশাপাশি সুস্থ নগরীর জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থসম্মত পাবলিক টয়লেট প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, 'পাবলিক টয়লেটের সামনে শিশুদের নিয়ে এরকম আয়োজন হতে পারে এটা ধারণার বাইরে ছিল। শুধু তাই না টয়লেটটি অত্যন্ত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত। ভূমিজ এর এই উদ্যোগ সারাদেশে ছড়িয়ে পড়ুক।'

ছবি আঁকায় অংশগ্রহণকারী শিশুদের হাতে উপহার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে ভূমিজ এর প্রতিষ্ঠাতা ফারহানা রশীদ বলেন, 'এই নগরী শিশুদের-নারীদের, ছোটদের-বড়দের সবার জন্য নাগরিক সুবিধা সম্বলিত আনন্দের ও সুস্থ নগরী হয়ে উঠুক। কীভাবে নগরের জায়গার সর্বোত্তম ব্যবহার করে বাচ্চাদের বিকাশের জায়গা ও পাবলিক টয়লেট এর মতো সুবিধা নিশ্চিত করা সম্ভব সেই উদাহরণ তৈরি করতেই ভূমিজ এর এই ছোট্ট আয়োজন।' 

এছাড়াও মজার মজার গল্প আর গানের ঝুলি নিয়ে শিশুমেলায় ছিলেন আশীষ ভট্টাচার্য্য বিটু (বিটুমামা) ও অংশুমান।

Comments

The Daily Star  | English

JnU students enforce shutdown, boycott classes

The student leaders threatened to besiege Secretariat if their demands are not met by this afternoon

36m ago