হামবুর্গে বন্দুকধারীর হামলায় নিহত অন্তত ৭

ঘটনার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি: রয়টার্স

জার্মানির উত্তরাঞ্চলের হামবুর্গ শহরে বন্দুকধারীর হামলার অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে হামবুর্গের জোহোভা উইটনেস সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। এই হামলার কারণ এখনো তারা জানতে পারেনি।

তাদের ধারণা, হামলাকারীও নিহত হয়েছেন। তবে, তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন।

জার্মান গণমাধ্যম বিল্ড পত্রিকা জানিয়েছে, জার্মান সময় বৃহস্পতিবার রাত ৯টায় জোহোভা উইটনেস সেন্টারে শুরু হওয়া এ হামলার ঘটনায় ৭ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর।

পুলিশ বলছে, হামলার পর শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে তাদের অভিযান চলছে। নিরাপত্তার জন্য বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকাকে তারা 'চরম বিপজ্জনক' ঘোষণা করে স্থানীয়দের ঘরে থাকার আহ্বান জানিয়েছে।

Comments