যুক্তরাষ্ট্রের কেনটাকিতে টর্নেডোর আঘাতে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা

ড্রোন থেকে তোলা স্থির চিত্রে আমাজনেরে ক্ষতিগ্রস্ত ডেলিভারি যানবাহন দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের কেনটাকিতে টর্নেডোর আঘাতে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার রাজ্যের ইতিহাসে এটিকে সবচেয়ে ভয়ঙ্কর টর্নেডো হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টর্নেডো বেশ কয়েকটি মার্কিন রাজ্যে ধ্বংসলীলা চালিয়েছে। এ ঘটনায় ইলিনয়ের একটি আমাজন গুদামে অনেক শ্রমিকরা আটকা পড়েছেন।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, টর্নেডো আঘাত হানার সময় কেনটাকির মেফিল্ডে একটি মোমবাতি কারখানার ভিতরে ১০০ জনেরও বেশি মানুষ ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে টর্নেডোর সময় দক্ষিণ ইলিনয়ের এডওয়ার্ডসভিলের আমাজন গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। গুদামের ভবনের ছাদ ধসে কতজন আহত হয়েছে তা এখনো পরিষ্কার নয়।

স্থানীয় বাসিন্দা সারাহ বিয়ারম্যান বলেছেন, তার সঙ্গী এখনো নিখোঁজ।

রয়টার্সকে তিনি বলেন, আমি রাত ৮টার দিকে তার সঙ্গে কথা বলেছিলাম। আমি তাকে টেক্সট করার কিছুক্ষণ পরে সে তার ভ্যান নামিয়ে দিতে গুদামে ফিরছিল। তারপর থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।

ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার টুইট করেছেন, এডওয়ার্ডসভিলের জনগণের প্রতি আমার শুভকামনা। যে কোনো রাষ্ট্রীয় সম্পদ সরবরাহ করতে আমি মেয়রের কাছে অনুরোধ করেছি।

একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমাজন পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে। কেনটাকিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

Comments

The Daily Star  | English
political reform in Bangladesh

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

11h ago