গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

গাজায় খালেদ মনসুর নিহত হওয়ার পর সেখানে ফিলিস্তিনিরা জড়ো হয়। ৭ আগস্ট, ২০২২। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

আজ রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ জানিয়েছে আল জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৬ জন শিশু ও ৪ জন নারী আছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ২৬৫ জন আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago