ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৭, আহত অর্ধশতাধিক

মরুভূমি শহর তাবাস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ট্রেনটি লাইনচ্যুত হয়। ছবি: তেহরান টাইমস

ইরানের পূর্বাঞ্চলীয় তাবাস এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

আজ বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে তেহরান টাইমস।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ'র বরাত দিয়ে তেহরান টাইমস জানায়, দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ৩৫০ যাত্রী ছিলেন।

মরুভূমি শহর তাবাস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ট্রেনটি লাইনচ্যুত হয়। এই রেলপথটি তাবাস শহরকে ইয়াজদের কেন্দ্রীয় শহরের সঙ্গে সংযুক্ত করেছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

21m ago