হাদিসুরের মরদেহ আগামীকাল পাঠানো হতে পারে রোমানিয়া
ইউক্রেনের সমুদ্র বন্দরে বাংলাদেশি জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নাবিক মো. হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়া হয়ে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। ইউক্রেন থেকে রোমানিয়া পাঠানো হতে পারে আগামীকাল শুক্রবার।
আজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা।
তিনি বলেন, 'আজকেই আমরা পাঠাতে পারতাম। রোমানিয়া সরকার কিছু বাড়তি নথি চাচ্ছে, যেগুলো ইউক্রেন এখনো দেয়নি। সেগুলো হাতে থাকলে আজ ভোরেই আমরা পাঠিয়ে দিতে পারতাম। আজ সারাদিনে ওই নথিগুলো আমরা সংগ্রহ করব। মরদেহটি পাঠানোর জন্য আমাদের গাড়ি প্রস্তুত আছে। যেখানে মরদেহ রাখা আছে সেখান থেকে রিলিজ করার কাজটিও হয়ে গেছে। রোমানিয়া সরকারের চাহিদা অনুযায়ী নথি আজ পাঠানো হবে। আশা করছি আগামীকাল ভোরে তার মরদেহ রোমানিয়ার উদ্দেশে নিয়ে যাওয়া হবে।'
মরদেহ ইউক্রেন থেকে বাংলাদেশে আনার বিষয়ে তিনি আরও বলেন, 'ইউক্রেন থেকে ফ্রিজিংভ্যানে তার মরদেহ নেওয়া হবে ইউক্রেন-মলদোভা সীমান্তে। সেখানে গাড়ি বদল করা হবে। সেই গাড়িতে মরদেহ যাবে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে। রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সেখান থেকে যত দ্রুত সম্ভব ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে তার মরদেহ পৌঁছানোর ব্যবস্থা করবেন।'
গত ৩ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা 'বাংলার সমৃদ্ধি' জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর প্রাণ হারান।
হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া জাহাজের বাকি ২৮ নাবিক গতকাল দেশে ফিরেছেন।
জাহাজটিতে হামলা হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর ২৮ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের একটি বাঙ্কারে আশ্রয় পান তারা। এর ২ দিন পর মলদোভা হয়ে রোমানিয়া পৌঁছান তারা। সেখান থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে গতকাল দুপুর ১২টার দিকে তারা বাংলাদেশে পৌঁছান।
Comments