লুহানস্ক স্বাধীন, রুশ সেনাদের পুতিনের অভিনন্দন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ফাইল ছবি: এপি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ফাইল ছবি: এপি

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে 'বিজয়ী' হওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সেনাদের অভিনন্দন জানিয়েছেন।

আজ মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোমবার এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু পুতিনকে এই অঞ্চলে যুদ্ধের অগ্রগতি সম্পর্কে ব্রিফিং দেন। এই বৈঠকটি রুশ রাষ্ট্রায়ত্ত গণ মাধ্যমে সম্প্রচার করা হয়।

বৈঠকে শোইগু বলেন, '১৯ জুন থেকে শুরু করে স্বঘোষিত রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী লুহানস্কের (এলপিআর) পিপলস মিলিশিয়া বাহিনীর ২য় কর্পস ও দক্ষিণের বাহিনীর সহায়তায় রুশ সেনাবাহিনী সাফল্যের সঙ্গে অভিযান চালিয়েছে এবং গণপ্রজাতন্ত্রী লুহানস্কের সকল অঞ্চলকে স্বাধীন করেছে।'

শোইগু আরও জানান, 'গোরস্কি কলড্রন' নামে পরিচিত লিসিচানস্ক ও সেভেরোদনেৎস্ক শহরকে ২ সপ্তাহের মধ্যে ঘিরে ফেলা হয়। তিনি দাবি করেন, এই যুদ্ধে ইউক্রেনের ৫ হাজার ৪৬৯ সেনা নিহত হয়েছে।

লিসিচানস্ক দখলের পর শহরটিতে একইসঙ্গে রুশ ও সোভিয়েত পতাকা ওড়ানো হয়। ছবি: রয়টার্স
লিসিচানস্ক দখলের পর শহরটিতে একইসঙ্গে রুশ ও সোভিয়েত পতাকা ওড়ানো হয়। ছবি: রয়টার্স

পুতিন জানান, এলপিআরের যুদ্ধে যেসব সেনা সদস্য অবদান রেখেছেন, তারা 'বীরত্বের' জন্য পুরস্কৃত হবেন

লুহানস্কের বীরদের বিশ্রাম নেওয়ার আহ্বান জানিয়ে পুতিন আরও বলেন, 'পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, পূর্ব ও পশ্চিমের সেনাদলসহ অন্যান্য সামরিক ইউনিটকে এখন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।'

'আমি আশা করি লুহানস্কের মত সবখানেই আমাদের অভিযান সফল হবে', যোগ করেন পুতিন।

পুতিন একইসঙ্গে এলপিআরের মিলিশিয়া বাহিনীকে 'বীরত্ব' দেখানোর জন্য প্রশংসা করেন।

'আমি আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি', যোগ করেন পুতিন।

 

Comments

The Daily Star  | English
Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

18h ago