পশ্চিম ইউক্রেনের অস্ত্র ডিপোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা
পশ্চিম ইউক্রেনের তেরনোপিল অঞ্চলে মার্কিন ও ইউরোপীয়দের দেওয়া অস্ত্র রাখার একটি বড় ডিপো ধ্বংস করতে রুশ বাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। আজ রোববার ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
তেরনোপিল অঞ্চলের গভর্নর বলেন, কৃষ্ণ সাগর থেকে ছোড়া চর্তকিভ শহরে রকেট হামলায় একটি সামরিক স্থাপনা আংশিকভাবে ধ্বংস হয়েছে। এ ঘটনায় ২২ জন আহত হয়েছেন। স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, সেখানে কোনো অস্ত্র মজুত ছিল না।
তবে, রয়টার্স এই হামলার তথ্য যাচাই করতে পারেনি।
রয়টার্স বলছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্য মস্কো বারবার যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সমালোচনা করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের শুরুর দিকে বলেছিলেন, পশ্চিমারা যদি ইউক্রেনকে মোবাইল রকেট সিস্টেমে ব্যবহারের জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে রাশিয়া নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।
ইউক্রেনের নেতারা সাম্প্রতিক সময়ে পশ্চিমা দেশগুলোর কাছে ভারী অস্ত্র সরবরাহের গতি বাড়াতে নতুন করে আবেদন করেছেন। কারণ রুশ বাহিনী পূর্ব ইউক্রেনে আর্টিলারি দিয়ে হামলা করছে।
সিভিয়েরোডোনেটস্ক পূর্বের শিল্পোন্নত ডনবাস অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ নিতে যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে শহরটির কিছু অংশ যুদ্ধে ধ্বংস হয়ে গেছে।
Comments