কানাডায় টিকাবিরোধী বিক্ষোভ: অটোয়াতে জরুরি অবস্থা জারি
কানাডার রাজধানী অটোয়াতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেয়র জিম ওয়াটসন। শহরটিতে চলমান টিকাবিরোধী বিক্ষোভ মোকাবিলায় এই সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম ন্যাশনাল পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে।
ন্যাশনাল পোস্টের প্রতিবেদন অনুযায়ী, একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। শহরের কেন্দ্রস্থলের বেশিরভাগ অংশে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। তাদের থেকে 'বাসিন্দাদের নিরাপদ ও সুরক্ষিত' রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থলের ঠিক পশ্চিম প্রান্তে ক্রাইস্ট চার্চ ক্যাথিড্রালের সামনে অবস্থান নিয়েছেন। প্রাদেশিক বিধিনিষেধ শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমবারের মতো এই রোববার এটি খোলার কথা ছিল। কিন্তু, বিক্ষোভকারীদের ট্রাক রাস্তা দখল করে রাখায় পুনরায় খোলার পরিকল্পনা বাতিল করা হয়েছে।
টিকাবিরোধী ফ্রিডম কনভয়টি গত সপ্তাহে দেশের রাজধানীতে প্রবেশ করে এবং পরে সেখানে ধীরে ধীরে বিক্ষোধকারীদের জমায়েত বড় হয়। রোববারও দেশের অন্যান্য অংশেও একই রকম দৃশ্য দেখা গেছে। তবে, আগের দিনের তুলনায় ছোট আকারে।
হ্যালিফ্যাক্স পুলিশ কনস্টেবল জন ম্যাকলিওড বলেন, শত শত ট্রাক এবং গাড়ি রোববার শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে, কর্মকর্তারা এটি নিয়ন্ত্রণে কাজ করছেন। পরিস্থিতি এখন শান্তিপূর্ণ আছে।
Comments