ভিক্টোরিয়ায় লকডাউন বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ১৫
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বৃহস্পতিবার রাত আটটা থেকে লকডাউন ঘোষণার কয়েক ঘণ্টা পরে শত শত নেমে এসেছে। লকডাউনের বিরুদ্ধে শত শত মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিক্ষোভকারী মেলবোর্নের রাস্তায় এবং ভিক্টোরিয়া পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ১৫ জনকে আটকে করে পুলিশ।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, বিক্ষোভকারীদের কেউ কেউ মাস্ক পরেনি, তারা সন্ধ্যা সাতটার দিকে ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশনের কাছে মিলিত হয় এবং সোয়ানস্টন স্ট্রিটে চলে যায়। তারা সড়কে 'ফ্রিডম' এবং 'নো মোর লকডাউন' স্লোগান দিচ্ছিল।
পুলিশ জানিয়েছে, শত শত মানুষ একটি বেআইনি বিক্ষোভে জড় হয়েছে। নয়জনকে জরিমানা করার আগে আটক করা হয়েছিল এবং মিথ্যা নাম বলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কর্মকর্তারা বলেছেন, করোনার সীমাবদ্ধতা লঙ্ঘনের জন্য আরও ১৬ জনকে জরিমানা করা হয়েছে। যার মধ্যে আছে- জনসমাবেশের সীমা অতিক্রম করা, মাস্ক না পরা, বাড়ি থেকে ৫ কিলোমিটারেরও বেশি দূরে থাকা এবং অনুমোদিত কারণ ছাড়া বাইরে বের হওয়া।
ভিক্টোরিয়া পুলিশের সহকারী কমিশনার লুক কর্নেলিয়াস বলেন, গ্রেপ্তার বা জরিমানা করা অপরাধীদের মধ্যে চারজন পুলিশের কাছে সংগঠক হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে এর আগেও অভিযোগ ছিল। আশা করা হচ্ছে তাদের উস্কানির অভিযোগে আদালতে উপস্থাপন করা হবে।
কর্নেলিয়াস বলেন, অপরাধীদের জবাবদিহিতার জন্য পুলিশ যত বেশি সম্ভব বিক্ষোভকারী শনাক্তে ভিডিও ফুটেজ পর্যালোচনা করবে। যেমনটি এর আগের বিক্ষোভের ক্ষেত্রে হয়েছে।
Comments