অস্ট্রেলিয়ায় বাড়ছে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ, এবার ব্রিসবেনে লকডাউন
অস্ট্রেলিয়ায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে। ফলে, কর্তৃপক্ষ কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে তিন দিনের লকডাউন আরোপ করেছে। লকডাউনের আওতায় পড়েছে অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবেন। শনিবার থেকে এই লকডাউন শুরু হয়েছে।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কুইন্সল্যান্ডের কর্মকর্তারা নতুন করে আরও ছয় জনের করোনা শনাক্ত করেছেন। যার সবগুলোই একজন স্কুল শিক্ষার্থীর সঙ্গে জড়িত। গত বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছিল।
কুইন্সল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জ্যানেট ইয়ং সাংবাদিকদের বলেছেন, যাদের করোনা শনাক্ত হয়েছে তাদের কন্ট্রাক্ট ট্রেসিং করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ব্রিসবেনে অনেকেই আক্রান্ত হতে পারেন।
তিনি বলেন, 'যদি কারো কোনো উপসর্গ থাকে। তাহলে তাকে এগিয়ে আসতে হবে এবং অবিলম্বে পরীক্ষা করাতে হবে।'
কুইন্সল্যান্ডে আরোপিত বিধিনিষেধ এখন পর্যন্ত সবচেয়ে কঠোর। এসময় মানুষকে কেবল প্রয়োজনীয় পণ্য কিনতে বা প্রয়োজনীয় কাজে অথবা চিকিৎসার জন্য বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে সেনা মোতায়েন করার একদিন পর কুইন্সল্যান্ডে এ ঘোষণা এলো। সিডনিতে বর্তমানে লকডাউন চলছে।
Comments