সাভার মহাসড়কে যাত্রী-গাড়ির চাপ কম
ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ সাভার অংশের সড়কগুলোতে গাড়ির চাপ কম। প্রতিদিনের তুলনায় সড়কগুলো একটু বেশি ফাঁকা দেখা গেছে।
আজ শুক্রবার সাভারের বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা যায়।
রাজধানী থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী একটি পরিবহনের চালক জলিল মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, যাত্রীর চাপ কম থাকায় আজ সড়কে গাড়ির সংখ্যাও কম। এ ছাড়া ঈদ উপলক্ষে সড়কে পুলিশি নজরদারি বাড়ার কারণে কোনো পরিবহন অবৈধ পার্কিং করতে পারছে না। বিধায় সড়ক অনেকাংশেই ফাঁকা মনে হচ্ছে।'
আইন মেনে পরিবহন চালানো ও সড়কে পুলিশের নজরদারি বাড়ানো হলে ভোগান্তি অনেকাংশেই কমে যায়। তবে আজ সন্ধ্যা থেকে যাত্রীর চাপ বাড়তে পারে বলে জানান তিনি।
ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সাভারের সড়ক মহাসড়কগুলোতো পরিবহনের চাপ নেই। সড়কগুলো ক্লিয়ার রয়েছে। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে পুলিশ কাজ করছে। সড়কে পুলিশি মনিটরিং বাড়ানো হয়েছে। আইন মেনে গাড়ি চালানোর জন্য চালকদের নির্দেশনা দেওয়া হচ্ছে। সড়কে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়লে পরিবহনেরও চাপ বাড়বে বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করছি।'
আগামীকাল শনিবার সকাল থেকে গাড়ির চাপ বাড়তে পারে বলে মনে করছেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা।
Comments