র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ‘বাংলাদেশের অনুরোধের’ বিষয়ে মন্তব্য করেনি ভারত

র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের হস্তক্ষেপ কামনা করা হয়েছিল বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছিলেন। তবে এ বিষয়ে ভারত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের হস্তক্ষেপ কামনা করা হয়েছিল বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছিলেন। তবে এ বিষয়ে ভারত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আজ বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারতের সহযোগিতা চাওয়ার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে অরিন্দম বাগচী বলেন, 'আমাদের পররাষ্ট্রমন্ত্রী (জয়শঙ্কর) বর্তমানে ঢাকায় আছেন এবং সেখানে তিনি বৈঠক করছেন। তাই, কী আলোচনা হয়েছে বা আগে থেকে জেনেছি, সে বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে যাচ্ছি না।'

'সফর শেষে আমরা দেখব যে আমরা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারি কি না,' যোগ করেন তিনি।

বাগচী বলেন, 'বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, গণমাধ্যমের প্রতিবেদনে ভারত তা দেখেছে।'

তিনি বলেন, 'যদি আমাদের কাছে অনুরোধ করা হয় (র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইস্যুতে বাংলাদেশের অনুরোধ) এবং আমাদের যদি সেটি নিয়ে অন্য কোনো দেশের সঙ্গে আলোচনা হয়েও থাকে, আমরা জনসমক্ষে তা প্রকাশ করতে চাই না। এটি নিয়ে এ পর্যন্তই বলতে পারি।'

এর আগে গত মঙ্গলবার আব্দুল মোমেন বলেছিলেন যে যুক্তরাষ্ট্র র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছিল।

ভারত এ বিষয়ে আলোচনা করবে বলেও জানিয়েছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

Cyclone Dana lashes Odisha coasts

The landfall process will last for nearly five hours till Friday morning

1h ago