বিএনপি’র রাজনীতি ভুলের চোরাবালিতে ঘুরপাক খাচ্ছে: ওবায়দুল কাদের

Obaidul Quader
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপির নেতিবাচক রাজনীতি পদ্মার অতল গর্ভে তলিয়ে গেছে।

আজ গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

সরকার অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন– বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, এমন বক্তব্যে বিএনপির হতাশা ও রাজনৈতিক দৈন্যতা উন্মোচিত হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে জনগণ রয়েছে, আছে আস্থা ও আত্মবিশ্বাস। তাই সরকারের কোনো উদ্বেগের কারণ নেই।

বিএনপি নেতারা এখন নির্বাচন আতঙ্কে ভোগার পাশাপাশি প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রীর ভাষ্য, বিএনপির ষড়যন্ত্র আর পদে পদে বাধা শেখ হাসিনা সরকারের উন্নয়নকে একটুও বাধাগ্রস্ত করতে পারেনি। এ থেকেই বিএনপি নেতারা দিন দিন গভীর থেকে গভীরতর হতাশায় আক্রান্ত হয়ে পড়ছেন।

পরিবহণমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের বিকাশে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিএনপি'র দায়িত্বহীনতা ও দ্বিচারিতা গণতন্ত্রের বিকাশের পথে অন্তহীন বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিএনপি'র রাজনীতি 'ভুলের চোরাবালিতে ঘুরপাক খাচ্ছে', উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, তবুও বিএনপি আত্মবিশ্বাসী ও অপরিণামদর্শী রাজনীতির চর্চা করেই যাচ্ছে।

বিএনপি দেশবিরোধী ও উন্নয়ন বিরোধী প্রচার-প্রচারণা এবং গুজবে বিশ্বাসী বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে বিএনপি একটি ষড়যন্ত্রপ্রিয় ও জনবিরোধী অপশক্তি।

ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপি কখনো বিপদে মানুষের পাশে দাঁড়ায় না।

'বানভাসি মানুষের পাশে যখন সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করছে, তখন বিএনপি নেতারা লোক দেখানো ফটোসেশনে ব্যস্ত', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Renewable ambitions still mired in uncertainty

Although the Awami League government made ambitious commitments to renewable energy before being ousted by a mass uprising in August last year, meeting those lofty goals remains a distant dream for the country.

11h ago