যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান

মুহাম্মদ ইমরান। ছবি: সংগৃহীত

ভারতে বাংলাদেশের বর্তমান হাইকমিশনার মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মো. শহিদুল ইসলাম ২০২০ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।

নতুন সিদ্ধান্তের ফলে রাষ্ট্রদূত শহিদুল ইসলামের ৩ বছর মেয়াদ শেষ হওয়ার ১ বছরের আগেই তাকে সেখান থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

র‌্যাব ও এর ৭ বর্তমান-সাবেক কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের কয়েক মাস পর এ গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে পরিবর্তন আসতে যাচ্ছে। 

এদিকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমানকে ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments