যাত্রীর সঙ্গে অশোভন আচরণের দায়ে বিমানের কেবিন ক্রু বরখাস্ত

biman bangladesh
ছবি: সংগৃহীত

যাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে মো. মুগনী মোস্তফা নামের এক কেবিন ক্রুকে সাময়িক বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংশ্লিষ্ট সূত্র বলছে, মুগনী মোস্তফা বাংলাদেশ বিমানের একজন ফ্লাইট স্টুয়ার্ট।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার কলকাতা থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে মুগনী মোস্তফাসহ ৪ জন কেবিন ক্রুকে গ্রাউন্ডেড করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ফ্লাইটটি বৃহস্পতিবার রাত ৯টা ৫ মিনিটে কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সেই ফ্লাইটের একজন যাত্রীর মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, এই ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র জানায়, ওই ফ্লাইটের এসি সিস্টেম কাজ করছিল না। এ সময় ফ্লাইটের যাত্রীরা পানি চাইলে কেবিন ক্রুরা বিরক্ত হয়ে খারাপ আচরণ করেন। পরে ঢাকায় পৌঁছে যাত্রীরা অভিযোগ করেন।

Comments

The Daily Star  | English

Chief Adviser suggests minimum voter age of 17

"If the majority of the people of the country like the age to be recommended by the Commission, I will accept it"

2h ago