ম্যাঙ্গো ডিপ্লোম্যাসি: শাহবাজ শরিফকে ১ হাজার কেজি আম পাঠালেন শেখ হাসিনা
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে শুভেচ্ছার বিশেষ নিদর্শন হিসেবে ১ হাজার কেজি 'আম্রপালি' আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের কাছে উপহারের আম হস্তান্তর করেন।
পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদসহ উপহারটি গ্রহণ করা হয়েছে।
পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, 'এই উপহার ভ্রাতৃপ্রতিম দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিশেষ উদাহরণ হিসেবে বিবেচিত হবে।'
এর আগে গত ১৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে এক মেট্রিক টন 'আম্রপালি' আম পাঠিয়েছিলেন।
এ ছাড়া আজ ব্রুনাই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়াহকে উপহার হিসেবে ৯০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ বিভিন্ন ধরনের সুস্বাদু আম উৎপাদিত হয়। গত কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে।
বিশ্লেষকরা একে ম্যাঙ্গো ডিপ্লোম্যাসি বা 'আম কূটনীতি' হিসেবে অভিহিত করেছেন। দেশগুলোর সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার একটি সৃজনশীল উপায় বলা হচ্ছে একে।
Comments