‘মন্ত্রী হিসেবে বলছি, আগামী মাসে পদ্মা সেতু খুলে দেওয়া হবে’

সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিক সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: স্টার

দীর্ঘদিনের লালিত পদ্মা সেতু আগামী মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে তিনি বলেন, 'আমরা প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠাচ্ছি এবং তার ইচ্ছা অনুযায়ী তারিখ নির্ধারিত হবে।'

কাদের বলেন, 'মন্ত্রী হিসেবে বলছি, আগামী মাসে সেতুটি খুলে দেওয়া হবে।'

সেতুমন্ত্রী অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন সেতুটি চালু করার কথা অস্বীকার করেন।

তবে তিনি বলেন, 'এর আগে প্রধানমন্ত্রী তার নামে পদ্মা সেতুর নামকরণ করতে নাকচ করলেও, সারসংক্ষেপে তার নামেই পদ্মা সেতুর নামকরণের জন্য আমরা প্রস্তাব করব।'

Comments