বিদ্যুৎ-গ্যাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা আগামীকাল
সারাদেশের বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সভা হবে।
দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে বলে আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে।
সভায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী সভাপতিত্ব করবেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সভায় ভার্চুয়ালি অংশ নেবেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পেট্রোবাংলার চেয়ারম্যান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে উপস্থিত থাকতে বলা হয়েছে।
Comments