ফল উৎসবে শিশুরা চিনেছে-খেয়েছে অপরিচিত সব ফল
আম, জাম, লিচু, কাঁঠাল ছাড়াও করমচা, বেত ও আতাসহ কত রকমের যে অপরিচিত ফল আজ দেখেছি ভাবাই যায় না, অনেকগুলো খেয়েওছি, মুখভরা হাসি নিয়ে কথাগুলো জানায় ঠাকুরগাঁওয়ের ইকো পাঠশালা অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আছিয়া জামান ও পরমব্রত সেন।
এদের কথা শেষ হতে না হতেই চতুর্থ শ্রেণর শিক্ষার্থী সাবরিন খান সিম্মি ও ওয়াসিফ মাহবুব বলে উঠে- বেত, সফেদা, করমচা, জামরুল...... এর আগে কোনদিন দেখিওনি, খাইওনি......আজ দেখেওছি, খেয়েওছি।
কেমন লেগেছে জানতে চাইলে তারা বলে, একেকটার স্বাদ একেক রকম, তবে ভালো লেগেছে।
শুধু প্রাথমিক স্তরের শিক্ষার্থীরাই নয়, শহুরে পরিবেশে বেড়ে ওঠা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অনেককেই এ ধরনের অনুভূতি প্রকাশ করতে দেখা গেছে।
জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখা এবং পুষ্টিমান সম্পন্ন নানান ধরনের ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মঙ্গলবার পাঠশালা প্রাঙ্গণে ফল উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে প্রায় অর্ধ শতাধিক দেশি-বিদেশি ফল প্রদর্শন করা হয়।
ফল প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন ফলের গুণাগুণ সংবলিত ফেস্টুন মেলা প্রাঙ্গণে প্রদর্শন করা হয়।
Comments