মাদক মামলায় এসআইসহ ২ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় পুলিশের এসআইসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১২ লাখ টাকা করে অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত।
যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় পুলিশের এসআইসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১২ লাখ টাকা করে অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত।

আজ বুধবার ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এই রায় দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখর কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৩ জুন ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল পীরগঞ্জের পুরাতন ডাক বাংলো এলাকায় অভিযান চালিয়ে এসআই হেলাল উদ্দীন প্রমানিকের (৪২) কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ও মানিক দাস নামের আরেকজনকে তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা এবং নগদ টাকা জব্দ করে। এসআই হেলাল উদ্দীন সেসময় পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

পরে হেলাল উদ্দীনকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে ২ কেজি গাঁজাও উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই রুপ কুমার সরকার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় মামলা করেন।

বিচার প্রক্রিয়া শেষে আজ হেলাল উদ্দীন প্রমানিক ও মানিক দাসকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১২ লাখ টাকা করে জরিমানার সাজা দেন আদালত। রায় ঘোষণার সময় মানিক দাস পলাতক ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার তৃতীয় আসামি মো. মাসুদ রানাকে (২৮) অব্যাহতি দেন আদালত।

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station reopens

Mirpur-10 metro station resumed operations this morning, almost three months after it was vandalised and consequently shut down in July

51m ago