পদ্মা সেতু নির্মাণসংশ্লিষ্টদের বিশেষ ধন্যবাদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের সঙ্গে জড়িত সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

আজ রোববার সকালে মন্ত্রিসভার বৈঠকে একটি ধন্যবাদ প্রস্তাব আনা হয়। সেখানে প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'ধন্যবাদ প্রস্তাব আনা হলে তিনি (প্রধানমন্ত্রী) বলেন যে, জনগণের সমন্বিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। বিশেষ করে মানুষ যেভাবে তাদের সমর্থন জানিয়েছে তা প্রধানমন্ত্রীকে অনুপ্রাণিত করেছে।'

এ ছাড়া বৈঠকে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িতদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Comments

The Daily Star  | English

Bangladesh thriving in meat, fish production

Bangladesh is now in a comfortable position in fish and meat production, bringing comfort to the government in ensuring food security.

8h ago