পদ্মা সেতুতে রেল লাইন বসানোর কাজ শুরু আগামী সপ্তাহে: রেলমন্ত্রী

নূরুল ইসলাম সুজন | ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহ থেকে পদ্মা সেতুতে রেল লাইন বসানোর কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল সেতু কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের বৈঠক হবে। সেখানেই সিদ্ধান্ত হবে কবে থেকে রেল লাইন বসানোর কাজ শুরু হবে। আগামী সপ্তাহ থেকেই হওয়ার সম্ভাবনা আছে।

এ সময় রেলমন্ত্রী জানান, ২০২৩ সালের জুনের মধ্যে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নতুন লাইনে ট্রেন চালানো সম্ভব হবে।

আজ শুক্রবার পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প পরিদর্শনকালে মাওয়া স্টেশনে আমন্ত্রিত গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সরকারের ১০টি অগ্রাধিকার প্রকল্পের একটি। এই প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ করা হবে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে। সময় মতো বাস্তবায়নের জন্য প্রকল্পকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটি অংশ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত, দ্বিতীয় অংশ মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত এবং তৃতীয় অংশ ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত।

এ সময় সুজন বিভিন্ন অংশের কাজের অগ্রগতি তুলে ধরেন। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল লাইন নির্মিত হলে ঢাকা থেকে ফরিদপুর, রাজবাড়ী হয়ে খুলনা, যশোর, দর্শনা ও বেনাপোল পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হবে। এছাড়া খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন লাইন যা চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে চালু হয়ে যাবে। ফলে মোংলা পর্যন্ত চালানো সম্ভব হবে।

Comments

The Daily Star  | English

Tigers seize first Test win in West Indies since 2009

Grit, ambition and skill came through for the Tigers in one of their finest days in Test cricket as they won their first Test in the West Indies in 15 years since 2009. Taijul Islam was the star of the show with his 15th Test fifer and in a fitting end, Nahid Rana scalped the final wicket of the day to bowl West Indies out for 185 to give Tigers a 101-run win in a enchanting day of Test cricket.

1h ago