সুষ্ঠু নির্বাচন হলে ভোটে পরাজিত হলেও মেনে নেব: সাক্কু

কুমিল্লা সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আজ। ছবি: স্টার

কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠু হলে ভোটে পরাজিত হলেও মেনে নেবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী ও দুই বারের নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু।

আজ রোববার তার নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।  

ইশতিহারে আগামী সিটি নির্বাচনে সাক্কু তার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার জন্য নাগরিকদের কাছে ভোট চান।

তিনি জানান কুমিল্লার রাস্তাঘাট ও ড্রেইনসহ অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা,  স্বাস্থ্য, বিনোদনসহ বিভিন্ন উন্নয়ন কাজে দুই মেয়াদে ৬৫০ কোটি টাকার কাজ করেছেন। আগামীতে ১৫৩৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প কাজের অনুমোদন আছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শহরের যানজট, জলাবদ্ধতা নিরসনে তার উদ্যোগের বিষয়ে কথা বলে বলেন। অতীতে কুমিল্লায় যে পরিমান জলবদ্ধতা ছিল তা অনেক কমে এসেছে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনে কুমিল্লা সদরের সংসদ সদস্য হাজী বাহারের প্রভাব বিস্তার নিয়ে এর আগে একাধিক লিখিত অভিযোগ বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন,  নির্বাচনের আচরণবিধি কেউ যদি অমান্য করে সে বিষয়ে অভিযোগ দেওয়ার পর কী ব্যবস্থা নিতে হবে তা নির্বাচন কমিশন জানে। যদি তারা তা বাস্তবায়ন না করে তবে দায়দায়িত্ব তাদের।

Comments

The Daily Star  | English

Banking fix may cost $5b-$6b

Says finance adviser; the amount is way below IMF’s $35b estimate

13h ago