কুমিল্লা সিটি নির্বাচন: মেয়র পদে ৬, কাউন্সিলর পদে ১৫৮ জনের মনোনয়নপত্র জমা
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মেয়র পদে ৬ জন ও কাউন্সিলর পদে ১৫৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১২০ জন সাধারণ কাউন্সিলর পদে ও ৩৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন।
আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রার্থী আরফানুল হক রিফাত এবং স্বতন্ত্র মনোনয়ন প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু।
এছাড়া কামরুল আহসান বাবুল, নিজাম উদ্দীন ও মাসুদ পারভেজও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাশেদুল ইসলাম।
রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী জানান, সাধারণ কাউন্সিলর পদে ১২০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে, আজ শেষ দিনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।
নির্বাচনি নিরাপত্তার কাজে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ১৯ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে।
আগামী ১৫ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Comments