‘চমেকের চিকিৎসার মান নিয়ে সন্দেহ নেই, তবে ফ্যাসিলিটির অভাব আছে’
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার মান নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তাদের চিকিৎসার মান আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের। কিন্তু, এখানকার ফ্যাসিলিটির কিছু অভাব রয়েছে। যার জন্য তারা প্রপার ট্রিটমেন্টটা দিতে পারেননি।
আজ সোমবার সকালে চমেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাসপাতালে কাউকে ভিড় না করার আহ্বান জানিয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, 'সবাইকে সবিনয় অনুরোধ করছি যে হাসপাতালে ভিড় করবেন না। একটা বার্ন রোগী বাংলাদেশে একটা কারণেই মারা যায়, সেটা হলো ইনফেকশন। ইনফেকশন হলে সেই বার্ন রোগীকে কেউ বাঁচাতে পারবে না। একটা ছোট বার্ন বড় হয়ে যায় ইনফেকশন হলে।'
তিনি বলেন, 'রোগীদের দেখে আমার কাছে মনে হয়েছে, যাদের অল্প বার্ন, তাদেরকে এখন ছেড়ে দেওয়া যায়। অনেকের চোখে সমস্যা হয়েছে। আমি চমেকের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে একটা ফলোআপে রাখতে হবে। সেটা তারা রাখবেন। ধীরে ধীরে অনেকে ভালো হয়ে যাবেন। চমেকের ৩ জন রোগীকে দেখে মনে হয়েছে তাদের ঢাকায় নিয়ে যাওয়া উচিত। যদি তাদের স্বজনেরা রাজি হয়, তবে তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া উচিত।'
Comments