সীতাকুণ্ডে শিল্প গ্রুপের দখল থেকে ২৫ একর বনভূমি উদ্ধার

বনভূমি উদ্ধারে বনবিভাগের অভিযান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকা থেকে ২৫ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ। প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের একটি দল এই ভূমি উদ্ধার করেছে।

চট্টগ্রামভিত্তিক মীর গ্রুপ এই বনভূমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল বলে বনবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনের নেতৃত্বে এই অভিযানে প্রায় ১২০টি সীমানা পিলার ধ্বংস করা হয়েছে।

উত্তর বন বিভাগের শহর রেঞ্জের রেঞ্জার আব্দুল মালেক ডেইলি স্টারকে বলেন, ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছি। শিল্প গ্রুপটির কবজায় এসব বনভূমি দখলে ছিল।

জানতে চাইলে মীর গ্রুপের এস্টেট অফিসার মোহাম্মদ ফিরোজ বলে, আমি বন বিভাগের উচ্ছেদ অভিযান সম্পর্কে কিছুই জানি না। তবে তাদের সঙ্গে জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে।

Comments