সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের ৫ জন নিহত, নিখোঁজ ২

আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পানির অভাব দেখা গেছে। ছবি: মোহাম্মদ সুমন/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫ অগ্নিনির্বাপক কর্মী নিহত ও ২ জন নিখোঁজ রয়েছেন।

আজ রোববার সকাল সোয়া ১০টায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত কুমিরা স্টেশন অফিসার (নার্সিং সহকারী) মনিরুজ্জামানের পরিচয় পাওয়া গেছে।

মিডিয়া সেলের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাজাহান শিকদার বলেন, 'সাম্প্রতিক ইতিহাসে কোনো দুর্ঘটনায় এতজন অগ্নিনির্বাপক কর্মী একসঙ্গে মারা যাননি।'

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও ১৫ জন অগ্নিনির্বাপক কর্মী।

আগুন নেভানোর চেষ্টা করার সময় অগ্নিনির্বাপক কর্মীরা একটি কন্টেইনারের কাছাকাছি থাকা অবস্থায় সেটি বিস্ফোরিত হয়।

শাজাহান শিকদার জানান, কন্টেইনারে রাসায়নিক পদার্থ থাকার বিষয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়নি।

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

14m ago