সীতাকুণ্ডের বিএম ডিপোর ধ্বংসস্তূপ থেকে হাড়গোড় উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর ধ্বংস্তূপ থেকে আরও মানুষের হাড়গোড় উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় বিএম ডিপোর বিস্ফোরণ স্থলের কাছে ধ্বংসস্তূপের নিচে থেকে মানুষের মাথার খুলিসহ কিছু হাড়গোড় উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০।
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এগুলো কারও দেহাবশেষ হতে পারে। আজ বিকেল ৩টার দিকে ডিপোর কর্মীরা সেখানে পরিষ্কার করতে গেলে মাথার খুলির কিছু অংশ দেখতে পান।'
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গত ৪ জুন চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তদন্তকারীরা বলেছেন, ডিপোতে হাইড্রোজেন পার-অক্সাইডে পূর্ণ অন্তত ২৭টি কনটেইনার রাখা ছিল। ভয়াবহ বিস্ফোরণে ৫০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১০ জন অগ্নিনির্বাপক কর্মী ছিলেন। এ ছাড়া ২৫০ জনেরও বেশি মানুষ আহত হন।
অগ্নিকাণ্ডে বিধ্বস্ত বিএম কনটেইনার ডিপোর ৮ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে ডিপোর মালিকদের নাম বাদ দিয়েছে পুলিশ।
Comments