ঠাকুরগাঁওয়ে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয় (১৮) ও তিলক (১৮) নামে দুই তরুণ নিহত হয়েছেন।  

আজ শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের গোগর চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, দুপুর আড়াইটার দিকে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল দুটিতে থাকা ৪ আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জয় (১৮) ও তিলক (১৮)-কে মৃত ঘোষণা করেন।

জয় পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া গ্রামের জোগেন চন্দ্রের ছেলে এবং তিলক ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি গ্রামের অতুল-এর ছেলে।

এ ছাড়া আহত দুজন হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ি বৌরানী গ্রামের অনিতের ছেলে আশাপূর্ণ (১৯) ও নেত্রকোনা জেলার মদন উপজেলার মো. নুরুল ইসলাম ছেলে মো. মামুন ইসলাম (২২)। তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 

Comments

The Daily Star  | English

Each martyr family to get Tk30 lakh: Prof Yunus

Chief Adviser Prof Muhammad Yunus today said each martyr's family will get Tk 30 lakh from the government, reiterating that his government will rehabilitate families of all mass-uprising martyrs and bear the full expanses of the treatment of all the injured..In a televised address to the n

6m ago