ঢাকা-সিলেট মহাসড়ক ৪ লেন, এডিবির ১৭৮ কোটি ডলার ঋণ অনুমোদন

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়নের মাধ্যমে বাণিজ্য করিডোরের গতিশীলতাসহ আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে বাংলাদেশের জন্য ১৭৮ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

আজ শুক্রবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মাল্টিট্রাঞ্চ ফাইন্যান্সিং সুবিধার (এমএফএফ) আওতায় এ ঋণের অনুমোদন দেওয়া হয়েছে।

এডিবি জানায়, ঢাকা-সিলেট বাণিজ্য করিডোরের কাজ সম্পন্ন হলে একটি নতুন বাণিজ্য রুট তৈরি হবে। এতে আখাউড়া, শেওলা ও তামাবিল এই তিন স্থলবন্দরের মাধ্যমে চট্টগ্রাম বন্দর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যুক্ত হবে। এর মাধ্যমে ভুটান ও মিয়ানমার পর্যন্ত সড়ক যোগাযোগ বিস্তৃত হবে।

এ প্রসঙ্গে এডিবির দক্ষিণ এশিয়ার পরিবহন বিশেষজ্ঞ সাতোমি সাকাগুচি বলেন, 'রপ্তানিকেন্দ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের আঞ্চলিক পরিবহন ও বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে দেশের পরিবহন অবকাঠামো উন্নত করা দরকার। প্রকল্প সড়কটি দক্ষিণ এশিয়া উপআঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার (সাসেক) আওতায় পাঁচ নম্বর রোড করিডরের প্রধান অংশ।'

এডিবি জানায়, সাসেক ঢাকা-সিলেট করিডোর রোড ইনভেস্টমেন্ট প্রকল্পের অর্থ চার ভাগে দেওয়া হবে। প্রথম ধাপে মহাসড়কটি দুই লেন থেকে চার করতে এমএফএফ এর আওতায় ৪০ কোটি ডলার দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

1h ago