টাঙ্গাইলে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: স্টার

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার প্রাণকেন্দ্র মোখতার ফোয়ারা থেকে মহিলা কলেজ পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক সংস্কারের মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ওই সড়কের ৩টি স্থানে এ মানববন্ধন করা হয়।

সখীপুর আবাসিক মহিলা কলেজ, সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজ ও সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেন। এসময় সড়কের দু'পাশে হাজারখানেক নারী শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।

জানা যায়, সখীপুর পৌরশহরের মোখতার ফোয়ারা থেকে মহানন্দপুর পর্যন্ত ৬ কিলোমিটার সড়কটি অসংখ্য গর্তে ভরা। বিশেষ করে মহিলা কলেজ পর্যন্ত দেড় কিলোমিটার সড়কে চলাচল করা খুব কঠিন হয়ে পড়েছে। ওই দেড় কিলোমিটার সড়কের পাশে আছে ৩টি কলেজসহ ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান। একটি মহিলা কলেজ ও একটি উচ্চ বালিকা বিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের কমপক্ষে দেড় হাজার নারী শিক্ষার্থী ওই সড়ক ব্যবহার করে নিয়মিত চলাচল করে। একদিকে ওই দেড় কিলোমিটার সড়ক যেমন গর্তে ভরা, অন্যদিকে মোড়ে মোড়ে বখাটেদের উৎপাত।

সখীপুর মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলেন, 'ভাঙাচোরা ও কাদা-পানি থাকায় এ সড়ক দিয়ে স্কুল-কলেজে যেতে অনেক ভোগান্তি পোহাতে হয়। কাদায় কলেজের সাদা ড্রেস নষ্ট হয়ে যায়।'

সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, এ সড়কটি ভাঙাচোরা তো আছেই আবার প্রতিটি মোড়ে বখাটেদের উৎপাত।

এসময় শিক্ষার্থীদের সমাবেশে সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক-ই-রাসেল ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহম্মদ আবদুল আলীম সেখানে উপস্থিত ছিলেন।

তারা এই অবস্থার জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন।  

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

10h ago