জয়শঙ্কর বিশেষ বার্তা নিয়ে আসছেন: পররাষ্ট্রমন্ত্রী
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরে চমক থাকতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোমেন বলেন, 'জয়শঙ্কর বাংলাদেশের জন্য ভালো খবর নিয়ে আসতে পারেন এবং চমক দিতে পারেন।'
'ভালো খবর কী, তা আমরা জানি না। তবে তিনি বিশেষ বার্তা নিয়ে আসছেন। ভারতীয় মিডিয়া বলেছে যে তিনি আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন,' যোগ করেন মোমেন।
গত সোমবার ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার জয়শঙ্কর ঢাকায় যাবেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র দেবেন।
ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রাও জয়শঙ্করের সঙ্গে আসবেন।
মোমেন বলেন, 'এটা একটা ভালো খবর। ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই মধুর। আমি খুবই খুশি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন। আমি তাকে স্বাগত জানাই।'
তিনি জানান, জয়শঙ্কর ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
মোমেন বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন কি না, তা তিনিই ঠিক করবেন। তবে আমরা কখনোই (আমন্ত্রণে) না বলি না।'
তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং যৌথ পরামর্শ কমিশন ও যৌথ নদী কমিশনের বৈঠকের তারিখ চূড়ান্ত করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
সচিব পর্যায়ের বৈঠকের পর এসব বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
জয়শঙ্করের সঙ্গে কী নিয়ে আলাপ হতে পারে, জানতে চাইলে মন্ত্রী বলেন, 'আমরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তিস্তা পানি চুক্তি, সীমান্ত হত্যা, ব্যবসা-বাণিজ্য বিষয়ে আলোচনা হতে পারে।'
তিনি বলেন, 'ভারত বাংলাদেশের পাটের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে। আমরা বিষয়টি উত্থাপন করবে।'
'এটা ভালো খবর যে গত বছর ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বেড়েছে। গত বছর তা ছিল ১ বিলিয়ন ডলারের বেশি। আগামীতে এটি বাড়তে পারে,' মোমেন বলেন।
তিনি আরও বলেন, 'আমরা বাণিজ্যের সুবিধার্থে ভারতের সঙ্গে সীমান্ত হাটের সংখ্যা বাড়াতে চাই।'
পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, মুজিবনগর থেকে পশ্চিমবঙ্গের নদীয়া পর্যন্ত স্বাধীনতা সড়ক চালু করার প্রস্তাব দেবেন তিনি।
Comments