চাকরির দাবিতে অনশনে দৃষ্টিপ্রতিবন্ধী ঢাবি শিক্ষার্থী

অনশনে শাহীন আলম। ছবি: সংগৃহীত

চাকরির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন।

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে অনশন শুরু করেন শাহীন আলম।

সরকার যতক্ষণ একটি চাকরির নিশ্চয়তা না দেয়, ততক্ষণ পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শহীদ মিনার চত্বরে একটা হ্যান্ডমাইকে তিনি তার আবেদন জানাচ্ছেন।

তিনি দাবি করছেন, সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করলেও প্রতিবন্ধী হওয়ায় চাকরি পাচ্ছেন না।

তিনি বলেন, 'চাকরি যদি না-ই হবে তাহলে কেন সরকার লেখাপড়ার সুযোগ দিয়েছে।'

শাহীন আলম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। ২০১৫ সালে এইচএসসি পাশের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়ার সুযোগ পান। ২০১৯ সালে অনার্স শেষ করে বর্তমানে তিনি সেখানেই মাস্টার্স করছেন।

শাহীন আলম লেখাপড়ার পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন এবং নিজ উদ্যোগে প্রায় ২০০ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন।

শাহীন আলম বলেন, 'আমার সরকারি চাকরির বয়স সীমা পার হয়ে যাচ্ছে। অথচ সর্বোচ্চ ডিগ্রী নিয়েও চাকরি পাচ্ছি না।'

তিনি বলেন আরও বলেন, 'সংবিধানে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ধারা (১) দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিকে বঞ্চিত বা তাহার প্রতি বৈষম্য করা বা তাহাকে বাধাগ্রস্ত করা যাবে না। বিভিন্ন দপ্তরে পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অবহেলা ও অর্থের কাছে আমি হার মেনেছি।'

এই প্রতিবেদন লেখার সময় রাত ৮টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারেই ছিলেন শাহীন আলম।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

6h ago