এপ্রিল-জুন ৩ মাসে গ্রামীণফোনের মুনাফা বেড়েছে ৮ শতাংশ

দেশের শীর্ষ টেলিকম কোম্পানি গ্রামীণফোনের রাজস্ব আয়ের হিসাবে ২০২২ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রতিষ্ঠানটির মুনাফা ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত অর্থবছরের শেষ প্রান্তিকে গ্রামীণফোন ৯২০ কোটি টাকা মুনাফা করেছে, আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৮৫০ কোটি টাকা।

কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

তবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির অর্ধবার্ষিক মুনাফা শূন্য দশমিক ৬৩ শতাংশ কমে ১ হাজার ৭৩০ কোটি টাকা আয় এসেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি বছরের প্রথম ছয় মাসের মুনাফার ওপর শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

লভ্যাংশ ঘোষণার পরও আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে গ্রামীণফোনের প্রতিটি শেয়ারের দাম শূন্য দশমিক ১০ শতাংশ কমে সাড়ে ২৮৯ টাকা হয়েছে।

মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে ব্যর্থতার কারণে গত মাসে বিটিআরসি সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করার পর গ্রামীণফোনের শেয়ারের দাম পড়তে শুরু করে।

Comments

The Daily Star  | English

Dhaka College, City College students clash at Science Lab; traffic halted

A clash broke out between the students of Dhaka College and City College in the capital's Science Laboratory area today

34m ago