৩ কোটি টাকা আত্মসাত: সোনালী ব্যাংকের ৩ সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৩ অবসরপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যেককে ৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন ফরিদপুরের একটি আদালত। আজ বুধবার ফরিদপুরের বিশেষ জজ আদালতের হাকিম মো. মতিয়ার রহমান এ আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-সোনালী ব্যাংক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া শাখার সাবেক ২ ব্যবস্থাপক মো. ফেরদৌস আলম ও এস এম মোশাররফ হোসেন এবং ওই শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তার হোসেন।

আজ আদালতে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

২ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ১০৬ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয় থেকে ২০১৭ সালে গোপালগঞ্জের কাশিয়ানী ওই ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর নারায়ণ চন্দ্র দাস দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের ৪০৯, ১০৯, ৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ অধ্যাদেশের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় ৩ জনের প্রত্যেককে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ জনকে একসঙ্গে আত্মসাত করা অর্থের সমান ২ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ১০৬ টাকা জরিমানা করা হয়।

২০১৭ সালের ২৯ নভেম্বর দুদকের সহকারী পরিচালক কমলেশ মণ্ডল বাদি হয়ে এ মামলা করেছিলেন। দুদকের উপসহকারী পরিচালক রাজ কুমার সাহা মামলার তদন্ত করে অভিযোগপত্র দেন।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago