১৫ বছর পর সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়, ৩ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

রংপুরে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মো. মোস্তফা কামাল এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-- রংপুর নগরীর এরশাদ নগর এলাকার আব্দুল জলিলের ছেলে আসাদুল ইসলাম, একই এলাকার আউয়াল মিয়ার ছেলে রঞ্জু মিয়া ও কেডিসি রোড এলাকার আব্দুস ছাত্তারের ছেলে বাবু মিয়া।

মামলার তিন আসামির মধ্যে বাবু মিয়া পলাতক।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৬ মে নগরীর তাজহাট টিবি হাসপাতালের সামনে থেকে রিকশা থেকে তরুণীকে তুলে নিয়ে বাবু মিয়া ও তার সহযোগীরা একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা আজিজুল ইসলাম তদন্ত সাপেক্ষে তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্য প্রমাণ শেষে রোববার দুপুরে আদালতের বিচারক তিনজ নকে যবজ্জীবন কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানার আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার রফিক হাসনাইন জানান, সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত তিন আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

1h ago