সংঘবদ্ধ ধর্ষণে গৃহবধূর মৃত্যু, স্বামীসহ গ্রেপ্তার ৪

স্টার অনলাইন গ্রাফিক্স

কিশোরগঞ্জের নিকলীতে সংঘবদ্ধ ধর্ষণে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ধর্ষণের শিকার গৃহবধূ (২১)।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাসির (৩২), শরীফ (২৭), লালচাঁন ও গ্রাম পুলিশ রমচাঁন মিয়া (৪২)।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, `৯ মাস আগে গৃহবধূর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীকে অনৈতিক কাজের জন্য স্বামী জোর করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে সালিশও হয়েছে। গত সোমবার শাহপুর মোড় থেকে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর রাস্তায় ফেলে রেখে যান অভিযুক্তরা।'

`গৃহবধূকে উদ্ধার করে প্রথমে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান গৃহবধূ', জানান ওসি।

তিনি বলেন, এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে গ্রেপ্তার ৪ জনসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Will protect investments of new entrepreneurs: Yunus

Yunus held a meeting with young entrepreneurs at the state guest house Jamuna where15 male and female entrepreneurs participated

5h ago