শাহ আমানত বিমানবন্দরে ৩৪ সোনার বার উদ্ধার, যাত্রী আটক

gold_bar_1jun22.jpg
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৩৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় অবতরণ করা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে অবৈধভাবে আনা সোনার বারগুলো পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে উপপরিচালক একেএম সুলতান মাহমুদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল শারজাহ থেকে ছেড়ে আসা ওই ফ্লাইটের এক যাত্রী সোনার চোরাকারবারিতে জড়িত। ফ্লাইটটি অবতরণ করার পরেই আমাদের একটি দল যাত্রীদের তল্লাশি শুরু করে। এ সময় মোহাম্মদ সাইফুল ইসলাম নামে এক যাত্রীর কাছ থেকে ৩৪টি সোনার বার পাওয়া যায়। সাইফুল চট্টগ্রামের লোহাগড়া উপজেলার উত্তর মোহাম্মদপুর এলাকার আব্দুর রহমান ও দিলুআরা বেগম দম্পতির ছেলে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলেন সুলতান মাহমুদ।

Comments

The Daily Star  | English

World Bank lowers growth forecast for Bangladesh to 3.3% in FY25

The WB attributed the overall deceleration in the first three quarters of FY25 to a sharp decline in private and public investment

43m ago