যুবকের ছুরিকাঘাতে কলেজছাত্রী নিহত, আহত বাবা হাসপাতালে

প্রতীকী ছবি

শেরপুরের নকলা উপজেলায় যুবকের ছুরিকাঘাতে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রীর বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার কায়দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যুবক আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

নিহত সোহাগী আক্তার কায়দা এলাকার শহিদুল ইসলামের মেয়ে এবং সরকারি হাজী জালমামুদ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

অভিযুক্ত আরিফুল ইসলাম নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পূর্ব সিয়ারচর লালখা গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি পেশায় দিনমজুর।

নিহত ছাত্রীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোহাগীর সঙ্গে আরিফুলের পূর্ব পরিচয় ছিল। গতরাতে নারায়ণগঞ্জ থেকে নকলায় এসে সোহাগীর এলাকায় রাত্রিযাপন করেন আরিফুল। আজ ভোরে সোহাগীর ঘরের দরজায় কড়া নাড়লে শহিদুল ইসলাম বাইরে বের হতেই আরিফুল তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এসময় তার চিৎকারে সোহাগী এসে বাধা দেয়। পরে সোহাগীকেও এলোপাতাড়ি আঘাত করেন আরিফুল। চিৎকার শুনে স্থানীয়রা আহত বাবা-মেয়েকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন।'

বাবা শহিদুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আরিফুলকে আটক করেছে।

নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরিফুলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago