মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা করলেন সাংবাদিক আমির খসরু

পিরোজপুরে সিআই পাড়ার বাসা থেকে সেতারা হালিমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: স্টার

পিরোজপুরে নিজ বাসা থেকে মায়ের মরদেহ উদ্ধারের ১ দিন পর থানায় হত্যা মামলা করেছেন সাংবাদিক আমির খসরু।

আজ মঙ্গলবার দুপুরে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় তিনি এ মামলা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাসুদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার সকালে পিরোজপুর শহরের সিআই পাড়ায় নিজ বাসার দ্বিতীয় তলার মেঝে থেকে সাংবাদিক আমির খসরুর মা সেতারা হালিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিমের স্ত্রী সেতারা হালিম ভবনের দ্বিতীয় তলায় একা থাকতেন।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ওসি।

Comments

The Daily Star  | English