সাংবাদিক আমির খসরুর মায়ের মরদেহ উদ্ধার, পুলিশের সন্দেহ ‘হত্যা’
সাংবাদিক আমির খসরুর মা সেতারা হালিমকে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। আজ সোমবার সকালে পিরোজপুরে সিআই পাড়ার বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
সেতারা হালিম (৭৫) পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিমের স্ত্রী। তিনি একটি দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় একা থাকতেন।
সেতারার মেয়ে সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক সালমা আর্জু জানান, সকালে আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি বাড়ি রঙ করতে এসেছিলেন। তিনি একাধিকবার কলিং বেল বাজালেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। বিষয়টি ভবনের নিচ তলার এক ভাড়াটিয়াকে জানান কুদ্দুস। ওই ভাড়াটিয়া ফোন করে আর্জুকে জানালে তিনি তার স্বামী সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুজিবর রহমান বাবুলকে সঙ্গে নিয়ে বাগেরহাট থেকে পিরোজপুরে আসেন।
বাসায় এসে তারা ঘরের পেছনের দিকে বেলকনিতে থাকা ছোট দরজাটি খোলা অবস্থায় পান।
আর্জু আরও জানান, তার মা বাসার সামনের কক্ষে সব সময় থাকতেন এবং সেখানেই ঘুমাতেন। তার মৃতদেহটি পেছনের একটি ঘরে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায়।
এ ব্যাপারে পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, মৃতদেহের গলায় একটি দাগ দেখা গেছে। সেতারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।
খবর পেয়ে পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই, গোয়েন্দা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Comments